বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
টরন্টো উৎসবে ‘মেঘনা কন্যা’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮ PM
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিনেমা আসর হিসেবে ধরা হয় আইএফএফএসএ টরন্টো উৎসবকে। এবার সেই উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের ‘মেঘনা কন্যা’। ১২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবের অংশ হিসেবে ১৫ অক্টোবর টরন্টোর স্থানীয় মাল্টিপ্লেক্সে হবে ছবিটির প্রদর্শনী। মূলত এই প্রদর্শনীর মাধ্যমেই ছবিটিকে উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বিশ্বজুড়ে।

ব্যক্তি দ্বন্দ্বের কঠিন বিষয়কে অত্যন্ত সাবলীল উপায়ে সরল গল্পের মাধ্যমে ‘মেঘনা কন্যা’ সিনেমায় তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী।

পরিচালক বলেন, ‘‘ডকুফিকশনের কাজ করতে গিয়ে এমন অনেক গল্পের মুখোমুখি হয়েছি, যেগুলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়া বলা সম্ভব না। ‘মেঘনা কন্যা’ তেমনই একটা গল্প। নারী পাচারের মতো একটি কঠিন বিষয়কে একদিকে যেমন দর্শকের সামনে উপস্থাপন করছি; একই সাথে গ্রামীণ পটভূমিতে বলা এ গল্পে রয়েছে দর্শকদের জন্য পর্যাপ্ত বিনোদন।’’

‘মেঘনা কন্যা’র চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, কাজী নওশাবা আহমেদ, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী।

ছবিটির প্রযোজনা করেছেন কাজী সাইফুল ইসলাম ও আনোয়ার আজাদ। সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।

আজকালের খবর/আতে