সোমবার ১৪ অক্টোবর ২০২৪
সাবেক ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৭ PM
পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটসহ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পাবনা জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ব্যানারে আজ বুধবার দুপুরে শহরের টেলিফোন ভবনের সামনে থেকে মিছিলটি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য সরদার মো. সেলিম রেজা, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা ছাত্রদল নেতা আল আমিন পাপ্পু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এসএম আদনান উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক বাহার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুল ইসলাম, লিটন লেখ, নয়ন হোসেন, যুবদল নেতা আব্দুল্লাহ হিল কাফি, তাজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদল নেতা শামীম হাসান হৃদয় প্রমুখ। 

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোড মার্চে যাওয়ার পথে নাটোরের লক্ষ্মীপুর ইউনিয়নের সৈয়দপুরে মোড়ে তসলিম হাসান খান সুইটের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর ও ছাত্রদল নেতাকর্মীদের আহত করে দুর্বৃত্তরা। এতে তসলিম হাসান খান সুইট, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সেখ তুহিন, পাবনা পৌর ছাত্রদল নেতা ইমন হোসেন ও শাকিল আহমেদসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
আজকালের খবর/ওআর