বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
মালিতে বিদ্রোহীদের হামলায় ৫ সেনা নিহত, নিখোঁজ ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫০ PM
মালির উত্তরাঞ্চলে দুটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন অন্ত ১১ জন। সোমবার দেশটির সেনাবাহিনী এমনটি জানিয়েছে।

সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, মালির উত্তরাঞ্চলে তিমবুকতুর লেরে শহরে লড়াইয়ের সময় তারা একটি উড়োজাহাজ হারিয়েছে।

রোববারের হামলায় ৩০ হামলাকারীকে নিরস্ত্র করা হয়। সেনাবাহিনী বলছে, সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে।  

কোঅর্ডিনেশন অব আজাওয়াদ মুভমেন্টস (সিএমএ) এই হামলার দায় স্বীকার করেছে। এটি তুয়ারেগ বিদ্রোহীদের অধীন সশস্ত্র গ্রুপগুলোর একটি জোট। এই তুয়ারেগ বিদ্রোহীরা স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবিতে ২০১২ সালে অস্ত্র তুলে নেয়।  

সিএমএ বলছে, তারা দুটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেনাবাহিনীর একটি প্লেন ভূপাতিত করছে। 

আজকালের খবর/বিএস