রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
রাজবাড়ীতে বিনামূল্যে গাভী বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০২ PM
রাজবাড়ীতে অসহায়, দুস্থ, গরিব, বিধবা ও স্বামী পরিত্যক্ত মানুষের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ী সমাজ উন্নয়ন পরিষদের (সমপদ) উদ্যোগে গাভীগুলো বিতরণ করা হয়। গাভী বিতরণ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের ১নং বেড়াডাঙ্গা সমাজ উন্নয়ন পরিষদের (সমপদ) নিজ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, শহর শাখা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সমপদের নির্বাহী পরিচালক হেলালউদ্দিন সরদার, উপদেষ্টা হাসিনা ইসলাম। এ সময় ছয়জনকে একটি করে বকনা গাভী প্রদান করা হয়। তাদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে একজন বাকপ্রতিবন্ধী যুবক রয়েছেন।

সমাজ উন্নয়ন পরিষদের (সমপদ) নির্বাহী পরিচালক মিজানুর রহমান বলেন, আমরা সমপদের উদ্যোগে বিগত চার বছর ধরে গাভী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি। যেসব মানুষ অসহায়, যাদের কিছু করার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই আমরা সেই সব মানুষকে বাছাই করে সহযোগিতা করছি। তিনি আরো বলেন, যাদের গাভী বিতরণ করা হচ্ছে তাদের নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে একটি প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। এছাড়া এই গরুগুলো যদি অসুস্থ হয় তাহলে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর তাদের বিনামূল্যে চিকিৎসা সহায়ওতা দেবে।

গরু পেয়ে রমেচা বলেন, আমি একজন অসহায় নারী। আমার স্বামী আরেকটি বিয়ে করে তার সঙ্গে ঘরসংসার করছে। আমার তিনটি সন্তান। তাদের দেখভাল করতে আমার খুব কষ্ট হয়। আমি একটা গরু পেয়েছি। এতে আমার খুব ভালো লাগছে। 

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
ভিসানীতি-নিষেধাজ্ঞা পরোয়া করে না আওয়ামী লীগ: কাদের
বোমা বিস্ফোরণে সোমালিয়ার সেনাসহ নিহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচন
লেখক সম্মাননা দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
ফরিদপুরে মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার
পঞ্চগড় জেলা বাপার সভাপতি খায়ের, সম্পাদক জুয়েল
কিশোরগঞ্জে আব্দুর রশিদ ল’ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft