প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৪ PM

নওগাঁর মান্দায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও নিকাহ রেজিস্ট্রারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল ও আনিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মাহফুজুর রহমান উজ্জল, মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন প্রমুখ।
আজকালের খবর/ওআর