প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩১ PM
একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ‘ঘুড্ডি’ চলচ্চিত্র নির্মাণ করে সুখ্যাতি অর্জন করেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
জানা গেছে, সন্ধ্যায় ধানমন্ডির বাসায় ছিলেন তিনি। রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই পরিচালককে। পরে চিকিৎসকেরা জানান তিনি মারা গেছেন।
বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সৈয়দ সালাউদ্দীন জাকী। হুইলচেয়ারে বসেই ক্যারিয়ারের সাত নম্বর চলচ্চিত্র ‘অপরাজেয় একা’ নির্মাণ করেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া সম্প্রতি আরেকটি সিনেমা ‘ক্রান্তিকাল’র কাজ শেষ করেছেন তিনি।
১৯৮০ সালে ‘ঘুড্ডি’ চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত।
‘ঘুড্ডি’ সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।
‘ঘুড্ডি’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। এই সিনেমায় কাওসার আহমেদ চৌধুরীর লেখা ও হ্যাপি আখান্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনেই কানাডায় থাকেন। তাদের দেশে ফেরার পর সৈয়দ সালাউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে সালাউদ্দিন জাকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
আজকালের খবর/আতে