প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১১ PM আপডেট: ১৯.০৯.২০২৩ ৫:২০ PM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা করেছেন রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ। ‘সেবা ও উন্নতির রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্হানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার বেলা ১২টায় ইউপি কমপ্লেক্স ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ।
রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা। ইউপি সচিব রমনি রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি জুলফিকার হোসেন শেখ, প্যানেল চেয়ারম্যান মহানন্দ রায়, মনজুরুল ইসলাম তুহিন, ইউপি সদস্য মনির হোসেন, ব্রজেন কুমার বারুরি, মৃনাল হালদার, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য মাহামুদা বেগম, সুনিতী বিশ্বাস, রুনা বেগম সহ ইউনিয়নের সুভলভোগীরা।
বক্তারা স্হানীয় সরকারের মাধ্যমে গ্রামঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় শতভাগ ভোট দিয়ে পুণরায় দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান।
আজকালের খবর/ওআর