প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৭ PM
জামালপুরের ইসলামপুরে নব নির্মিত উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। গতকাল সোমবার বিকালে ৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবন ও একটি হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আ. সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল হক সহ প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় এলসিএস ৬ জন পুরুষ ও ১৪ জন নারী সদস্যের মাঝে লভ্যাংশের ২ লাখ ৯১ হাজার ৮৮৯ টাকা বিতরণ করেন।
আজকালের খবর/ওআর