রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
হারুনকাণ্ড: প্রতিবেদন জমা দিতে ৭ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৬ PM
রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় আজও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি গঠিত তদন্ত কমিটি। তারা এজন্য আরও সাত দিন সময় চেয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ।

পুলিশ কর্মকর্তা বলেন, আমরা আজ প্রতিবেদন জমা দিইনি। তবে সময় বাড়ানোর জন্য ডিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। তদন্ত কাজ শেষ না হওয়ায় প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, এ ঘটনায় প্রথম দফায় কমিটিকে যে সময় দেওয়া হয়েছিল তার সঙ্গে তারা আরও পাঁচ দিন সময় চেয়েছিল। আজ সেই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্তকাজ শেষ না হওয়ায় আরও সাত দিনের সময় চাইল কমিটি।

সূত্র জানিয়েছে, এডিসি হারুন ও সানজিদাকাণ্ডে এখন পর্যন্ত রাষ্ট্রপতির এপিএসসহ অর্ধশতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। এর মধ্যে হাসপাতালের নার্স, আনসার ও শাহবাগ থানার পুলিশ সদস্যরাও রয়েছেন। তবে তদন্ত কমিটি এডিসি হারুন ও সানজিদা ছাড়াও শাহবাগ থানা পুলিশের দোষ পেয়েছে। তারা ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের সত্যতাও পেয়েছে। যদিও বিষয়টি নিয়ে তদন্ত কমিটি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেদিনের একটি ভিডিওতে দেখা গেছে, ছাত্রলীগের কয়েকজন নেতা এডিসি হারুনকে গালাগাল করছেন। ভয়ে তটস্থ হারুন জড়োসড়ো হয়ে হাসপাতালের সেই কক্ষের এক কোণায় দাঁড়িয়ে রয়েছেন। তাকে সেই ভিডিওতে কোনো প্রতিবাদ বা কথা বলতে দেখা যায়নি। তবে পরবর্তী সময়ে ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে মারধরের পেছনে মূল ভূমিকা তিনিই পালন করেন বলে জানা গেছে।

গত ৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন-অর-রশীদ। আহতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম। এই অভিযোগ ওঠে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন-অর-রশীদের বিরুদ্ধে। তারা অভিযোগ করেন, তাদের থানায় নিয়ে বেদমভাবে পিটিয়েছেন হারুন। ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়ার পরও হারুনসহ সঙ্গে ১০-১৫ জন পুলিশ সদস্য মিলে তাদের পেটান।

আলোচিত এ ঘটনায় ডিএমপির অপারেশন বিভাগের ডিসি আবু ইউসুফকে প্রধান করে নিউ মার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ ও মতিঝিল ডিবির এডিসিকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠিত হয়। এছাড়া সাময়িক বরখাস্ত করা হয় এডিসি হারুনকে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
ভিসানীতি-নিষেধাজ্ঞা পরোয়া করে না আওয়ামী লীগ: কাদের
বোমা বিস্ফোরণে সোমালিয়ার সেনাসহ নিহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচন
লেখক সম্মাননা দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
ফরিদপুরে মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার
পঞ্চগড় জেলা বাপার সভাপতি খায়ের, সম্পাদক জুয়েল
কিশোরগঞ্জে আব্দুর রশিদ ল’ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft