প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৬ PM আপডেট: ১৯.০৯.২০২৩ ৫:০৯ PM

ফরিদপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নানা অনিয়ম দেখতে পাওয়ায় আরামবাগ হাসপাতালটিকে বন্ধ করে দেওয়া হয়। হাসপাতালটির অপারেশন থিয়েটারে ময়লা- আবর্জনা, মেয়াদোত্তীর্ণ ঔষধসহ নানা অনিয়ম পাওয়া যায়।
এদিকে অভিযানকালে অনুমোদন না থাকা, পরীক্ষার মূল্য বেশি নেওয়াসহ নানা অনিয়মের সত্যতা পাওয়ায় আল আকসা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টার, মাতৃছায়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও বারাকা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে সম্প্রতি চালু হওয়া আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের ক্লিনিকাল অংশ সাময়িক বন্ধ রাখতে বলা হয়।
ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, নানা অনিয়ম পাওয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
আজকালের খবর/ওআর