বুধবার ৪ অক্টোবর ২০২৩
সিলেট- ৬ আসনে এলিম চৌধুরীর প্রার্থিতা ঘোষণা
সিলেট ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫১ PM
এবার সিলেট-৬ ( গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের প্রার্থীর তালিকায় নতুন নাম যুক্ত হলো। এ আসনের এমপি পদে চোখ পড়েছে  বর্তমান সংসদ সদস্য নাহিদেরই এক সময়ের বিশ্বস্ত সহকর্মী গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিমের। গত এক সপ্তাহ ধরে নির্বাচনী এলাকাসহ সবখানে দৌড়ঝাপ শুরু করেছেন। সোমবার দুপুরেও  সিলেটে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন এলিম চৌধুরী।

সিলেট নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন ডাকেন  গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম। এ সংবাদ সম্মেলনে তিনি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন। উপস্থিত ছিলেন- সিলেটের প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার বেশ ক’জন গুরুত্বপূর্ণ সাংবাদিক।

সংবাদ সম্মেলনে এলিম চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করছেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এ কাজ করতে গিয়ে দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সমর্থন পাচ্ছেন। সময়ের প্রয়োজনে এবং দলের নেতাকর্মীদের চাওয়ার প্রেক্ষিতে তিনি সিলেট ৬ আসনে নৌকার মনোনয়ন চান। তিনি বলেন, আমাদের এমপি তিনবার নির্বাচিত হয়েছেন। এখন তার বয়স হয়েছে। নতুনদের কাজ করার সুযোগ দেয়া প্রয়োজন। আমি কাজ করতে চাই। বরাবর আমি কাজ করতে ভালোবাসি। বিয়ানীবাজার গোলাপগঞ্জের রাস্তাঘাটে অনেক সমস্যা। এগুলো সমাধান করা প্রয়োজন। এখনও অনেক কাজ বাকী। তাই আমি সুযোগ চাই। দলের কাছে নৌকা প্রতীক চাই। দল মনোনয়ন দিলে নির্বাচন করবো, নতুবা নয়। এসময় দলীয় নিতোকর্মীসহ সাংবাদিক, সূধীজনসহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ
সূচকের মিশ্র প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন চলছে
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ৩৭
সিকিমে হঠাৎ বন্যায় নিখোঁজ ২৩ সেনা সদস্য
চট্টগ্রামে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে, আর স্যাংশন আসবে না’
শর্ত মেনেই শুটিংয়ে রাজি সায়ন্তিকা!
সেলিব্রেটিদের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা
মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, মরদেহ মিললো ডোবায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft