প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪৫ PM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দেবীদ্বারের ক্ষুদে ফুটবলাররা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় কুমিল্লা সদর দক্ষিণ'কে ৪-০ গোলে হারিয়ে চ্যাপিয়ান হওয়ার গৌরব অর্জন করে দেবীদ্বারের প্রাথমিক পড়ুয়া ক্ষুদে ফুটবলাররা।
খেলা পরিচালনা করেন- বাফুফে স্বীকৃতি প্রাপ্ত রেফারি আবুল কালাম আজাদ। এর আগে দেবীদ্বারেও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম। বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে এই ক্ষুদে ফুটবল টিম।
কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দীন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন এর মেয়র ও কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
আজকালের খবর/বিএস