প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৯ PM
লক্ষ্মীপুরের রায়পুরে এইচআরসি স্মার্ট স্কুল প্রতিষ্ঠায় শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা রায়পুর মহিলা কলেজ প্রঙ্গণে এই অনুষ্ঠান সম্পুন্ন হয়েছে। রায়পুরে আধুনিক ও নৈতিকতা শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এইচআরসি স্মার্ট স্কুল।
এই উপলক্ষে গতকাল রবিবার দুপুরে শিক্ষিকা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠীত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম।
আরো উপস্থিত ছিলেন- শিক্ষক আবু সায়েম চৌধুরী, অ্যাডভোকেট রফিক উল্লাহ সোহাগ, আরিফ হোসেন, অত্র স্কুলের ফাউন্ডিং কনসালটেন্ট মো. নুরুজ্জামান ফিরোজ, রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন দুলাল ভুইয়া, সাবেক সহ-সভাপতি সৈয়দ আহম্মদ। এছাড়া আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এইচআরসি স্মার্ট স্কুলটি রায়পুরের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরীর স্ব- উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। একটি আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুন্দর একটি শিক্ষার পরিবেশ গড়ার দৃঢ় সংকল্পে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে এই স্কুলটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
আজকালের খবর/ওআর