প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩২ PM
সোনাগাজী উপজেলা চরদরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজেরার মার গো বাড়ির আবদুল আলীর স্ত্রী বারেয়া খাতুন, তার ভাই আব্দুল করিমের উপর প্রতিপক্ষ পলাশ, পারভেজসহ একাধিক লোকজন ১২ সেপ্টেম্বর হামলা চালায়। এ ঘটনায় রাবেয়া সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
রাবেয়া, আব্দুল করিম, এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, রাবেয়ার পরিবার ও প্রতিপক্ষ পলাশ গংদের সাথে পারিবারিক সম্পত্তি নিয়ে আগে থেকেই ঝামেলা রয়েছে। ঘটনার দিন আব্দুল করিম বাড়ির সামনে দোকানে গেলে পলাশ গংরা তাকে কটুক্তিমূলক আচরণ করে। এ সময় তার বিভিন্ন গোপন অঙ্গে আঘাত করলে আব্দুল করিম বাঁধা দিলে তার উপর হামলা করে পিটিয়ে আহত করে। আব্দুল করিমের চিৎকার শুনে তার বোন রাবেয়াসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপহারও হামলা চালায়। এ সময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরে আসে।
এটা নিয়ে বাড়াবাড়ি ও থানায় অভিযোগ করলে তাদেরকে প্রতিপক্ষের লোকজন দেখে নেয়ার হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেন রাবেয়া।
বিবাদী নুরুজ্জামান পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা সামাজিকভাবে সমাধান করবো মনে করছিলাম। তার আগেই থানায় অভিযোগ দিয়েছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানান।
আজকালের খবর/ওআর