রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
সোনাগাজীতে প্রতিবন্ধী পরিবারের উপর হামলা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩২ PM
সোনাগাজী উপজেলা চরদরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজেরার মার গো বাড়ির আবদুল আলীর স্ত্রী বারেয়া খাতুন, তার ভাই আব্দুল করিমের উপর প্রতিপক্ষ পলাশ, পারভেজসহ একাধিক লোকজন ১২ সেপ্টেম্বর হামলা চালায়। এ ঘটনায় রাবেয়া সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

রাবেয়া, আব্দুল করিম, এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, রাবেয়ার পরিবার ও প্রতিপক্ষ পলাশ গংদের সাথে পারিবারিক সম্পত্তি নিয়ে আগে থেকেই ঝামেলা রয়েছে। ঘটনার দিন আব্দুল করিম বাড়ির সামনে দোকানে গেলে পলাশ গংরা তাকে কটুক্তিমূলক আচরণ করে। এ সময় তার বিভিন্ন গোপন অঙ্গে আঘাত করলে আব্দুল করিম বাঁধা দিলে তার উপর হামলা করে পিটিয়ে আহত করে। আব্দুল করিমের চিৎকার শুনে তার বোন রাবেয়াসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপহারও হামলা চালায়। এ সময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরে আসে। 

এটা নিয়ে বাড়াবাড়ি ও থানায় অভিযোগ করলে তাদেরকে প্রতিপক্ষের লোকজন দেখে নেয়ার হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেন রাবেয়া।

বিবাদী নুরুজ্জামান পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা সামাজিকভাবে সমাধান করবো মনে করছিলাম। তার আগেই থানায় অভিযোগ দিয়েছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানান।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
ভিসানীতি-নিষেধাজ্ঞা পরোয়া করে না আওয়ামী লীগ: কাদের
বোমা বিস্ফোরণে সোমালিয়ার সেনাসহ নিহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচন
লেখক সম্মাননা দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
ফরিদপুরে মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার
পঞ্চগড় জেলা বাপার সভাপতি খায়ের, সম্পাদক জুয়েল
কিশোরগঞ্জে আব্দুর রশিদ ল’ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft