শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
পাবনায় ছাত্রলীগকর্মী মনা হত্যার রহস্য উদ্ঘাটন
অস্ত্র তৈরির কারখানার সন্ধান
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১১ PM
পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগকর্মী তাসফির আহম্মেদ মনা হত্যার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র। এছাড়া পৃথক আরেকটি অভিযানে সাতটি চোরাই ইজিবাইক জব্দসহ আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ১৭ জুন ঈশ্বরদী উপজেলার পাকুরিয়া গ্রামে এমপি মার্কেটের সামনে ছাত্রলীগকর্মী মনাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত মনার মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অনিককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে ও প্রযুক্তির সহায়তায় ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। 

পুলিশ সুপার আরো জানান, রবিবার পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং সাতটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলা পুলিশের কর্মকর্তারা। 

আজকালের খবর/ওআর