প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৯ PM আপডেট: ১৮.০৯.২০২৩ ৫:১৮ PM

‘আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত’, ‘১৮ এর আগে বিয়ে নয়, তবেই জীবনে সুখের হাওয়া বয়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে পীরগঞ্জ ওয়ার্ল্ড ভিষনের (এপি) সহযোগিতায় রংপুরের পীরগঞ্জে আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামকে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা করলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান।
এ উৎসব উপলক্ষে গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে উক্ত গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ সোমবার। সভায় অভিভাবক, ধর্মীয় নেতা, ভিডিসি, শিশু, যুব ফোরাম, গনমাধ্যমকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি হোসেনপুর পিএফএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটি ইয়থ ডিজিলেষন ফোরাম।
সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ এপি ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগরা। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আফরোজ ফারহানা, সমবায় অফিসার মাহফুজা বেগম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মোহাম্মদ হাফিজুর রহমান সেলিম, পীরগঞ্জ থানার নারী ও শিশু বিষয়ক এস.আই আকতার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন (মাস্টার), পীরগঞ্জ এপির সমন্বয়ক আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক সরোয়ার জাহান প্রমুখ।
বক্তারা বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা করে এটি ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
আজকালের খবর/ওআর