প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২০ PM

গাজীপুর মহানগরীর সালনা টেককাথোরা এলাকা থেকে এক কোটি টাকা মূল্যের পাঁচশত গ্রাম দুঃস্প্রাপ্য মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ জাতীয় মাদকদ্রব্য গাজীপুর থেকে এই প্রথম উদ্ধার করা হলো। গত শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার টেককাথোরা বাঁশবাড়ী এলাকা থেকে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ ওই মাদক উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলো- গাজীপুর মেট্রোপলিটন সদর থানার বাউপাড়া মণ্ডল মার্কেট এলাকার মৃত বাদল খানের ছেলে সোহাগ খান (২৮) এবং একই থানার টেককাথোরা বাশঁবাড়ী এলাকার মৃত কুরবান আলীর ছেলে মোশারফ (৪৪)।
গতকাল রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মুহাম্মদ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি আভিযানিক দল টেককাথোরা বাঁশবাড়ী মোশারফের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় দুই জনকে আটক করা হয়। পরে তাদের হোফাজত থেকে পাঁচশত গ্রাম চিনি সদৃশ মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা উদ্ধারকৃত মাদকদ্রব্য চোরাচালান চক্রের কাছ থেকে ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকা থেকে ওইসব মাদক সংগ্রহ করতো।
তিনি আরো জানান, ক্রিস্টাল মেথ বাংলাদেশে তৈরি হয় না। মূলত থাইল্যান্ড এবং মায়ানমারে এ মাদকগুলো তৈরি হওয়ার পর বাংলাদেশে আসে। যে মাদকগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো থাইল্যান্ডে তৈরি। এই মাদকগুলোর মধ্যে কোকেন এবং এমফিটামিন রয়েছে। ক্রিস্টাল মেথ ইয়াবা তৈরির কাচাঁমাল হিসেবেও ব্যাবহৃত হয়। মাদক সেবীরা এই মাদক হেরোইনের মত করে ব্যাবহার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
আজকালের খবর/ওআর