প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৫ PM
পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে থানার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওপেন হাউস ডে- তে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেল এএসপি আব্দুল কাদের জিলানী।
আরো উপস্থিত ছিলেন, ভূলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামীমা খাতুন ওমা, মোশাররফ হোসেন স্কুলের শিক্ষক সরওয়ারদি, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মান্নান, শিমরাইল বাস মালিক ইসমাইল প্রমুখ।
এ সময় প্রধান অতিথি নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেল এএসপি আব্দুল কাদের জিলানী নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক নিশ্চিতের লক্ষ্যে সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বৈধ লাইসেন্স নিয়ে গাড়ির চালকদের নিরাপদে গাড়ি চালানোর দিকনির্দেশনা দেওয়াসহ নিরাপদে গাড়ি চালানো জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আজকালের খবর/ওআর