রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
চতুর্থ আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৬ PM আপডেট: ১৭.০৯.২০২৩ ৫:১০ PM
বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি (বিএসএম) এবং ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে চতুর্থ আন্তর্জাতিক অণুজীব দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসএম-এর ভাইস প্রেসিডেন্ট মনিরুল আলম, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইউনুছ মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার আব্দুল মতিনসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মানব কল্যাণে অনুজীব বিজ্ঞানের তাৎপর্য অনুধাবনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে অণুজীব এবং অণুজীব বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক আকাশ আহমেদ অণুজীব বিজ্ঞান বিষয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অণুজীব বিজ্ঞান গবেষণাগার প্রদর্শন করানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে কুইজ প্রতিযোগিতা এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের তিন মিনিট থিসিস প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিশিষ্ট অণুজীব বিজ্ঞানীদের অংশগ্রহণে এক প্রশ্নোত্তর পর্বে মতামত বিনিময় করেন।

চতুর্থ আন্তর্জাতিক অনুজীব দিবসে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার এবং সনদ প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানটির আহ্বায়ক মো. আফতাব উদ্দিন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি নিয়মিত পালনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
ভিসানীতি-নিষেধাজ্ঞা পরোয়া করে না আওয়ামী লীগ: কাদের
বোমা বিস্ফোরণে সোমালিয়ার সেনাসহ নিহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচন
লেখক সম্মাননা দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
ফরিদপুরে মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার
পঞ্চগড় জেলা বাপার সভাপতি খায়ের, সম্পাদক জুয়েল
কিশোরগঞ্জে আব্দুর রশিদ ল’ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft