প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৫ PM আপডেট: ১৬.০৯.২০২৩ ৭:৫১ PM
সোহানুর রহমান সোহান স্যারের স্মৃতির প্রতি সম্মান জানাতেই ‘স্বপ্নের রাজকুমার’ নির্মাণ শেষ করেতে চাই- এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায় অবেগজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন চলচ্চিত্র অভিনেত্রী সাচীনূর।
তিনি আরো বলেন, প্রযোজনা প্রতিষ্ঠানকে অনুরোধ করে সোহানুর রহমান সোহান স্যারের সর্বশেষ মহরত করা ছবির স্যুটিং শেষ করে ‘স্বপ্নের রাজকুমার’ মুক্তির চেষ্টা করবো। যদি বেঁচে থাকি তার এই শেষ স্বপ্ন আমি বাস্তবায়ন করবোই।
অপরদিকে এই ছবির কাহিনীকার ও চিত্রনাট্য নির্মাতা গুণী পরিচালক ছটকু আহমেদ বলেন সোহান আমাকে দিয়ে ‘স্বপ্নের রাজকুমার’ চলচ্চিত্রের জন্য অসাধারণ একটি কাহিনী লিখিয়েছিলেন। চলচ্চিত্রটি নির্মান শুরু ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সাথে কয়েকজনের সঙ্গে নতুন করে প্রাথমিক আলোচনা হয়েছে, কাজটি নিয়ে তারা এগুতে চায়।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা ছিলেন সোহানুর রহমান সোহান। নব্বই দশকে তার পরিচালিত সিনেমা দেখে মেতেছিল দেশের কোটি দর্শক। তার হাত ধরে সিনেমার তারকা হয়েছেন বেশ কয়েকজন। তারকা গড়ার নেপথ্য কারিগর তিনি। দীর্ঘ বিরতি শেষে ২০২১ সালে এই নির্মাতা নির্মাণ করতে মহরত করেছিলেন ‘স্বপ্নের রাজকুমার’ চলচ্চিত্রটির। সদ্য প্রয়াত সোহানুর রহমান সোহান পরিচালিত সর্বশেষ সিনেমা ‘লোভে পাপ পাপে মৃত্যু’ মুক্তি পায় ২০১৫ সালে।
আজকালের খবর/আতে