প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪২ PM
সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন কন্যা কণ্ঠশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধনের মৌলিক গান ‘ও সাধের পঙ্খিরে’। গানটি মুক্তির পর থেকে সঙ্গীতাঙ্গনে প্রশংসায় ভাসছেন বাঁধন। এসব কারণে তিনি অনেক আনন্দিত ও উচ্ছসিত।
গানটি জনি মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়। গানের কথা লিখেছেন নতুন প্রজন্মের প্রতিভাবান গীতিকার জহুরুল ইসলাম জনি। সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানটির জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে খ্যাতিমান গীতিকার দেলোয়ার আরজুদা শরফকে।
বাঁধন বলেন, ‘আমি গান খুবই ভালোবাসি। গান আমার রক্তের সাথে মিশে আছে। কারণ আমার মা খ্যাতিমান কণ্ঠশিল্পী। ছোটবেলা থেকেই মায়ের গান শুনে শুনে বড় হয়েছি। তাই সব সময় শিল্পী হওয়ার অদম্য বাসনা মনে লালন করতাম।’
বাঁধন আরও বলেন, ‘আমি নিজের মতো করে কাজ করে যাচ্ছি। আমার ওপর যেটা প্রভাব পড়ে, কোনো অনুষ্ঠানে গাইতে গেলে শ্রোতারা আমার কণ্ঠে মায়ের গানই বেশি শুনতে চায়। যেহেতু মায়ের গান শুনে শুনেই বড় হওয়া, আমিও স্বাচ্ছন্দ্যে গাইতে পারি। কিছুদিন আগে একটি শোয়ে গিয়েছিলাম। সেই শোয়ে ১০-১২টার মতো গান গেয়েছি। সেখানে আমার গানসহ আম্মার গানই বেশি গাইতে হয়েছে।
তিনি বলেন, ‘সাবিনা ইয়াসমিনের গান যে কোনো কণ্ঠশিল্পীর গাওয়াই তো বিরাট ব্যাপার। এক্ষেত্রে বলব, আমি খুবই সৌভাগ্যবান। আমি যখন আম্মার গান গাই, তখন শ্রোতারা আমার কণ্ঠে আরও বেশি শুনতে চান। এমনও হয়েছে, আমাকে এসে শ্রোতারা বলেন, আপনার কন্ঠে গান শুনলাম নাকি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, সেটি তো বুঝতেই পারলাম না।
আজকালের খবর/আতে