প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৯ PM
‘সমবায়-ই শক্তি, সমবায়-ই মুক্তি’ এই স্লোগানকে সামনে নিয়ে নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব-নরসুন্দর দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে এগারোটায় পূর্বধলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মোস্তফা কমিউনিটি সেন্টারে পূর্বধলা উপজেলা সেলুন মালিক সমবায় সমিতি লিঃ এর সকল সদস্যদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূর্বধলা উপজেলা সেলুন মালিক সমিতির সভাপতি সজল চন্দ্র সরকারের সভাপতিত্বে উপজেলা সেলুন মালিক সমিতির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা সমবায় অফিসার সুমন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার তরুলতা সাহা, উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি ও উপজেলা উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রদীপ কুমার চন্দ।
পরে পূর্বধলা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি ‘সাফল্যের লক্ষ্যে একতা’ স্লোগানে স্লোগানে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোস্তফা কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। দিবসটি উদযাপন উপলক্ষে পূর্বধলা উপজেলার সকল সেলুন বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, গত তিন বছর পূর্বে পূর্বধলা উপজেলার সকল সেলুন মালিক একত্রিত হয়ে পূর্বধলা উপজেলা সেলুন মালিক সমিতি নামে একটি সংগঠন তৈরি করে সরকারি নিবন্ধন পাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে।
আজকালের খবর/ওআর