প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫৫ PM
ফেনীতে বিপুল পরিমাণ মাদক তথা ৩৬ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে শহরের সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তালতলা গ্রামের বেলাল হোসেনের ছেলে দিদারুল ইসলাম প্রকাশ বাবু (২৫) এবং একই ইউনিয়নের আশ্রয়ণ এলাকার আবদুল গফুরের ছেলে বেলাল হোসেন সুজন (২০)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায় অভিযান চালায় ফেনী মডেল থানা পুলিশের সদস্যরা। এ সময় গার্লস ক্যাডেট কলেজের পূর্ব পাশে আমিন বাজার সড়ক সংলগ্ন খালেক চেয়ারম্যানের কলোনির এক ভাড়াটিয়ার বাসা থেকে ৩৬ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বাবু ও সুজন নামের ২ কারবারিকে আটক করে পুলিশ।
পরে এ ঘটনায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ফেনী মডেল থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এজহারভুক্ত আসামি আবু বকর ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক আহমেদের ভাই। অন্যান্য আসামিরা ফারুকের ঘনিষ্টজন বলে জানা গেছে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি বাবু ও সুজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজকালের খবর/ওআর