প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৬ PM
বিরতি ভেঙে নতুন একটি মৌলিক গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় গায়ক আগুন। গানের শিরোনাম ‘অনুনয়’। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
গানটি প্রসঙ্গে আগুন বলেন, ‘গানের পুরো গীতি কবিতাই আসলে চমৎকার। সুরটাও খুব ভালো করেছে উজ্জ্বল। যে কারণে গানটি গাইতেও আমার ভালো লেগেছে। অনেক দিন পর মনের মতো একটি গান করেছি। যে কারণে গানটি নিয়ে আমার নিজের মাঝেই আশা জেগেছে। শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’
এদিকে কিছু দিন আগে দেশের বাইরে টানা কিছু স্টেজ শো শেষ করেছেন আগুন। সিনেমার গানে আগুন প্রথমই বাজিমাত করেছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায়।
আজকালের খবর/আতে