রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
অনলাইন মুদ্রা ব্যবসার নামে ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ায় গ্রেপ্তার ২
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩০ PM
রাজশাহীতে অনলাইন মুদ্রা ব্যবসার নামে প্রতারণা করে ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর তেরখাদিয়া ও নিউ মার্কেট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় প্রতারণা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলো- চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানার কদমতলী গ্রামের জুল মহম্মদের ছেলে নুরুন্নবী পলাশ ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে মিনারুল হক মিঠু। 

আজ শুক্রবার সকালে এই তথ্য জানান, বেয়ালিয়া থানার ওসি আমিরুল ইসলাম। এছাড়াও তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে ডলার প্রতারণা অভিযোগে একটি মামলা হয়। চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে বলে জানান এসআই গোলাম মোস্তফা।

বোয়ালিয়া থানার এসআই গোলাম মোস্তফা জানান, পলাশ ও মিঠুকে ধরতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রীন টাওয়ারের ৯তম তলা ভবন থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে নিউ মার্কেটের এশিয়ান স্কাই থেকে মিঠুকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, অনলাইন মুদ্রা (বিটকয়েন) ব্যবসার নামে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু লোকের কাছ থেকে নূরনবী পলাশ ও তার সহযোগীরা প্রায় ৩০০ কোটি টাকা হাত দিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে অন্তত দশটি মামলা চলমান রয়েছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ও পুনর্বহাল ফি কমলো
সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের মায়ের মৃত্যুতে বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলরের শোকবার্তা
বারি’তে সাইন্স কমিউনিকেশন ট্রেনিং
বিএনপির আল্টিমেটাম: খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে
আউলিয়া ঘাট ট্র্যাজেডি: নকশাতেই আটকে আছে সেতু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
‘আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft