রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
ভারতের শান্তা দেব আন্তর্জাতিক উৎসবে ‘কাঠগোলাপ’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৮ PM আপডেট: ১৫.০৯.২০২৩ ৭:০৬ PM
ভারতের তামিলনাড়ুতে শুরু হতে যাওয়া শান্তা দেব ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছে ‘কাঠগোলাপ’। শান্তা দেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েবসাইট দেখে খবরটি নিশ্চিত হওয়া গেছে। পরে এর সত্যতা নিশ্চিত করেছেন ছবির প্রযোজক ফরমান আলী নিজে। এআগে গত ৫ আগস্ট ভারতের জাগরণী ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটির।  

সেন্সরবোর্ডে জমা হওয়া সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে। 

এ ব্যাপারে ফরমান আলী বলেন, ভারতের অন্যতম জনপ্রিয় একটি আন্তর্জাতিক সিনেমা উৎসব শান্তা দেব ফিল্ম ফেস্টিভ্যাল। অত্যন্ত সুসংগঠিত জুরিবোর্ডের মাধ্যমে সিনেমাগুলো প্রদর্শনীর জন্য সেখানে নির্বাচিত হতে হয়। সেই ধাপ পেরিয়ে ‘কাঠগোলাপ’ সেখানে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

তিনি আরো বলেন, এটা খুবই ইতিবাচক সংবাদ। আমরা চেষ্টা করবো বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করতে। সবার সহযোগিতা পেলে অনুপ্রাণিত হবে ‘কাঠগোলাপ’ টিম। তিনটি ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘কাঠগোলাপ’ সিনেমাটি। আমার বিশ্বাস ‘কাঠগোলাপ’ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করবে।

ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের বান্যারে নির্মিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাহিয়ান বেলাল।
‘কাঠগোলাপ’ সিনেমায় অভিনয় করেছেন- সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, সুজন হাবিব, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বিশ্বাস প্রমুখ।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
ফরিদপুরে গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকাবাইচ
বিএনপির আহ্বায়ক চাঁদের ৩ বছরের কারাদণ্ড
নেত্রকোনায় নদী রক্ষার দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে জেলা স্কাউট সমাবেশ উদ্বোধন
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বেলকুচি মেয়রের নির্বাচনী জনসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
সিলেটে সাংবাদিকদের ‘ইলেকশন রিপোর্টিং’ প্রশিক্ষণ শুরু
বাংলাদেশসহ ৩১ দেশকে রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft