শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
মহিলা সমিতিতে ‘লেট মি আউট’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৩ PM
বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ মঞ্চায়িত হবে নাটক ‘লেট মি আউট’। শুক্রবার নাটকটির দু’টি শো অনুষ্ঠিত হবে। প্রথম শো বিকাল সাড়ে ৪টায় আর দ্বিতীয়টা সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।  নাটকটি মঞ্চে এনেছেন নবীন নাট্যদল তাড়ুয়া। রচনা করেছেন রুনা কাঞ্চন। নির্দেশনা দিয়েছেন তাড়ুয়া নাট্যদল প্রধান বাকার বকুল। একঝাঁক নবীন নাট্যকর্মী নিয়ে দলটি গড়ে উঠেছে।

আজকালের খবর/আতে