রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
অভিষেক তানজিমের, খেলছেন তামিম-বিজয়-মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২৯ PM আপডেট: ১৫.০৯.২০২৩ ৩:৫২ PM
ভারত আগেই চলে গেছে ফাইনালে। বাংলাদেশের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে এই ম্যাচের আগেই। তাই বাংলাদেশ-ভারতের মধ্যকার সুপার ফোরের শেষ ম্যাচটি কেবল নিয়ম রক্ষার।

নিয়মরক্ষার এই লড়াইয়ে টসভাগ্য সহায় হয়নি টাইগারদের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাট করবে।

এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানের দলের।তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় নিয়েই শেষ করতে চায় টাইগাররা।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে অভিষেক হচ্ছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি। দীর্ঘদিন পর এনামুল হক বিজয়ও ফিরেছেন দলে।

দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। পেস আক্রমণে তরুণ সাকিবের সঙ্গে থাকছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে ভারত পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব আর মোহাম্মদ সিরাজকে। দলে ঢুকেছেন তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণা।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা।

আজকালের খবর/ওআর