বুধবার ৪ অক্টোবর ২০২৩
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২১ PM
এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের সেরা দল নিয়েও সুপার ফোরের গণ্ডি পার হতে পারেনি সাকিব আল হাসানরা। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে টাইগাররা। এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ধরে সাত নম্বর পজিশনে থাকা সাকিবরা নেমে গেছেন নিচে। 

বর্তমানে আটে অবস্থান করেছে লাল-সবুজের দল। ৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। সাতে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।

অন্যদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও এসেছে পরিবর্তন। এক ধাক্কায় তিনে নেমে গেছে পাকিস্তান। শীর্ষস্থানে আছে অস্ট্রেলিয়া। ১৪ সেপ্টেম্বর আইসিসির সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিং অনুযায়ী, ২৬ ম্যাচে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে অজিরা।

তালিকার দুইয়ে অবস্থান করেছে ভারত। ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তালিকার তিন থেকে একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। 

আর সুপার ফোরে টানা দুই হারের প্রভাব পড়েছে বাবর আজমদের র‍্যাঙ্কিংয়ে। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের ফলেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। মাঠে নামার আগে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল তারা। হারের পর তিন পয়েন্ট খুইয়ে ১১৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছে বাবরের দল।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করে না: পররাষ্ট্রমন্ত্রী
আরও কমলো সোনার দাম
বার্নিকাটের গাড়িবহরে হামলা: বদিউল আলম মজুমদারের শ্যালক গ্রেপ্তার
ইংরেজি দৈনিক পিপল'স লাইফ উদ্বোধনে স্পিকার ও তথ্যমন্ত্রী
শিক্ষক স্বল্পতায় মুখ থুবড়ে পড়েছে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধামরাইতে আপন ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর
মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত: দয়াল বড়ুয়া
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে
ফেনীতে ১৪৭টি পূজা মণ্ডপে অনুদান দিলেন সাংসদ নিজাম হাজারী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft