শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
দশক পেরিয়ে প্রনস পেল পূর্ণাঙ্গ কমিটি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৮ PM আপডেট: ১৫.০৯.২০২৩ ১২:৪৪ AM
বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী করিম হাসান খান এবং তারকা শিল্পী পারভীন সুলতানাকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে গঠিত হলো প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস)-এর পূর্ণাঙ্গ কমিটি। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধায় এ কমিঠি গঠন হয়| গত এক দশক সংগঠনটি প্রকৌশলী নূরুস সাফার নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছিলো।

২০১৩ সালে শিল্পী বিপাশা গুহঠাকুরতার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় গ্রুপটি। অনলাইন ও অফলাইনে নজরুল-সঙ্গীত চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রনস। সম্প্রতি শিল্পী বিপাশা গুহঠাকুরতার আকস্মিক প্রয়াণের পর করিম হাসান খান এবং পারভীন সুলতানা এর হাল ধরেন।

কমিটিতে আরো যারা রয়েছেন- শিল্পী রেবেকা সুলতানা, কেএমএইচ শহীদুল হক (সহ-সভাপতি), ড. গুলজার হোসেন উজ্জ্বল (সহ-সাধারণ সম্পাদক), রফিক সুলায়মান (সাংগঠনিক সম্পাদক), নাহীদ মোমেন, মহুয়া বাবর, আল মেরাজ, নাদিয়া আরেফিন শাওন, গোলাম ফারুক, মাহমুদুল হাসান, হোসাইন ফারুক প্রমুখ। 

সেইসঙ্গে ছয় সদস্যের উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে। তারা হলেন- নূরুস সাফা, আমিনুল ইসলাম, দিলীপ গুহঠাকুরতা, বিধু চৌধুরী, শরীফ শেখ এবং ইতরাত শাহেদ হুসাইন।  

অচিরেই জাতীয় কবির মাজার শরীফে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

আজকালের খবর/আরইউ