রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
লালমনিরহাটে ১০ বছর পরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৪ PM
দীর্ঘ দশ পরে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সম্মেলন। শনিবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। 

সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। এতে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান আবু হোসেন বাবলা, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদদ্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 

এদিকে জাতীয় পার্টির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শহরজুড়ে পোস্টার ব্যানার সাঁটানো হয়েছে। কেন্দ্রীয় নেতাদের বরণে ইতোমধ্যে তৈরি করা হয়েছে শতাধিক তোরণ। 

জানা গেছে, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপি ও সদস্য সচিব জাহিদ হাসানের নেতৃত্বে ইতিমধ্যে লালমনিরহাটের পাঁচটি উপজেলাসহ বিভিন্ন ইউনিটের কমিটি গঠন সম্পন্ন হয়। আর এসব কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে আগের থেকে অনেক শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করেন দলটির নেতারা। 

জানতে চাইলে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. জাহিদ হাসান বলেন, লালমনিরহাটের তিনটি সংসদীয় আসন জাতীয় পার্টির ছিলো। তবে পার্টির চেয়ারম্যান জিএম কাদের লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে বারবার নির্বাচিত হয়ে আসনটি ধরে রেখেছেন। আগামীতে বাকি দুইটি আসন উদ্ধারে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে ঢেলে সাজানো হয়েছে। ফলে আগামীতে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসন ফের জাতীয় পার্টির দখলে আসবে বলে দাবি করেন তিনি।     

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ও পুনর্বহাল ফি কমলো
সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের মায়ের মৃত্যুতে বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলরের শোকবার্তা
বারি’তে সাইন্স কমিউনিকেশন ট্রেনিং
বিএনপির আল্টিমেটাম: খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে
আউলিয়া ঘাট ট্র্যাজেডি: নকশাতেই আটকে আছে সেতু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
‘আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft