প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪২ PM
পটুয়াখালীর বাউফল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কৃষিবিদ রাবেয়া খাতুন কচি। গতকাল মঙ্গলবার বিকালে রাবেয়া খাতুন কচিকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) অফিসার মুমিন হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশিষ ঘোষ, রিয়াজুল ইসলাম নাসির, সুজন হালদার ও অলিউল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান খান ফিরোজ, বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা ইয়াসমিন লিপিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে রাবেয়া খাতুন কচি বলনে, এ সফলতা আমার একার নয় আমার পরিবারের ও বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত। আমি সবসময় চেয়েছি ছাত্রছাত্রীদের আধুনিক যুগোপযোগী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সবসময় সচেষ্ট। শিক্ষকতা পেশায় এমন সফলতার সংযোজন আরো অনুপ্রেরণা জোগাচ্ছে এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্রমান্বয়ে আরো উজ্জ্বল হয়ে উঠেছে।
রাবেয়া খাতুন কচি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তার বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানজিং কমিটির সদস্যবৃন্দ।
আজকালের খবর/ওআর