বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
বদলগাছী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৩ PM
নওগাঁর বদলগাছীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাত আড়াইটায় বদলগাছী-পত্নীতলা রোডে চাকরাইল গ্রামের পশ্চিম পার্শ্বে আল-মামুন ফিড মিলের নিকট মাতাজীগামী একটি গাড়ি অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি, হাতে কিছু টাকা ও পলিথিন ছিল। খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানা পুলিশের প্রাথমিক ধারণা মৃত ব্যক্তি মানসিক রোগাগ্রস্ত বা কোনো ভিক্ষুক ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে থানায় আইনি প্রক্রিয়া চলছিল।

আজকালের খবর/ওআর