প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৫ PM
বরিশাল জেলার গৌরনদী মডেল থানা, বারবার সফলতা অর্জন করছে এই মডেল থানা। এই মডেল থানায় কর্মরত অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেনের দিক নির্দেশনায় সফলতার শীর্ষে রয়েছেন বরিশাল জেলার এই গৌরনদী মডেল থানাটি।
সফলতার শীর্ষের সেই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১০টায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মোস্ট ওয়ান্টেড পলাতক আসামি গ্রেপ্তারের সর্বোচ্চ রেকর্ড গড়ে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে গৌরনদী মডেল থানা সাফল্য অর্জন করে।
এ সময় বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেনকে এবং তিনি সফলতার এই ধারা অব্যাহত রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, এ সফলতা শুধু আমার নয় এ সফলতা বাংলাদেশ পুলিশের এবং গৌরনদী মডেল থানায় কর্মরত সব পুলিশ সদস্যদের যাদের সার্বিক সহযোগিতায় আমরা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি, আমি শতভাগ আশাবাদী যে ভবিষ্যতেও এই সফলতার ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আজকালের খবর/ওআর