প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৯ PM
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে গতকাল বরিবার বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসতোরা নামক ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বামনগাঁও গ্রামের মাসুদ রানা গত রবিবার বিকেল ৩টার দিকে ঘরের বারান্দায় তার ব্যাটারি চালিত ইজিবাইক চার্জ দেওয়া দিচ্ছিল। এ সময় তার মেয়ে মাসতোরা বারান্দায় ইজিবাইকে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন মাসতোরাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আজকালের খবর/ওআর