প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ AM

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৯ সেপ্টেম্বর) ছয়টা থেকে রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৩৯০৩টি ইয়াবাট্যাবলেট, ১৫৫.৫ গ্রাম হেরোইন, ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ বোতল ফেনসিডিল ও ২০ লিটার দেশি মদ জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আজকালের খবর/বিএস