রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪
নড়াইল জেলা ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির পরিচিতি সভা
সভাপতি প্রসেনজিৎ, সম্পাদক মোহন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২২ PM
নবগঠিত বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) নড়াইল জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফ্রিল্যান্সার হতে ইচ্ছুক তরুণ-তরুণীদের নিয়ে সমাবেশ আয়োজন করে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের আদালত চত্বর মোড়ে একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৩০ আগস্ট এক সভার মাধ্যমে দুই বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি নড়াইল জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি প্রসেনজিৎ কুণ্ডুর সভাপতিত্বে সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোহন কুণ্ডু, সিনিয়র সহ-সভাপতি শান আল রশিদ সবুজ, সহ-সভাপতি প্রিয়াংকা গাইন, সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাদাত প্রমুখ।
 
আজকালের খবর/ওআর