প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৩ PM

ভোলার লালমোহনে পানিতে ডুবে মৃত্যুরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে লালমোহন প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, পানিতে ডুবে মৃত্যুরোধে সকলকে সচেতন হতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে সচেতনতা গড়ে তুললে কমবে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা। এ জন্য সকলকে স্ব-স্ব স্থান থেকে এগিয়ে আসতে হবে।
লালমোহন প্রেস ক্লাবের সহ-সভাপতি এনামুল হক রিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মহসিন খান, ওসি মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর