রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
পিপলস লাইফের সম্পাদক হলেন আজিজুল ইসলাম ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৪ PM
প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া সম্প্রতি ডেইলি পিপলস লাইফের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন।

নেক্সট পাবলিকেশন্স লিমিটেডের মালিকানাধীন একটি ইংরেজি দৈনিক এটি। এর সম্পাদকমণ্ডলির চেয়ারম্যান হাসান রহমান এবং প্রকাশক নাফিসা জুমিনা মাহমুদ।

পাঁচ দশকের বর্ণাঢ্য কর্মজীবন আজিজুল ইসলাম ভূঁইয়ার। তার সাংবাদিকতার যাত্রা শুরু ১৯৭৩ সালে। বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগদান করেন তিনি। দীর্ঘ ৪৪ বছর সরকারি বার্তা সংস্থাটিতে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০১৪ সালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি বাসস ত্যাগ করেন।

ভূঁইয়া সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশ অবজারভারের কন্ট্রিবিউটারি এডিটরের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের প্রথম দিকে তিনি বিডিজি-মাগুরা গ্রুপে যোগ দেন। সেখানে তিনি ইংরেজি দৈনিক বাংলাদেশ নিউজ এবং বাংলা দৈনিক বাংলাদেশের খবরে সম্পাদকের যুগপৎ দায়িত্ব পালন করেন।

আজিজুল ইসলাম ভূঁইয়া ১৯৫২ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে, তিনি বরিশাল জেলা স্কুল থেকে ১৯৬৬ সালে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। এরপর বিএম কলেজ বরিশাল থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ভোলা কলেজ থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। মেধাবী ছাত্র আজিজুল ইসলাম ভূঁইয়া ঢাকা বিশ্বাবিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে পড়ার সুযোগ পান এবং কার্জন হলে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়ন করেন। পরবর্তী সময়ে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাসসে দায়িত্ব পালনকালে তিনি নয়াদিল্লির মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) থেকে নিউজ এজেন্সি সাংবাদিকতায় উচ্চতর ডিপ্লোমা অর্জন করেন।

তিনি দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও জার্নালে লেখালেখি করেন এবং সম-সাময়িক ঘটনার ওপর একাধিক পুস্তক রচনা করেন। তার লেখা বইয়ের মধ্যে রয়েছে শেখ হাসিনার শাসনামলের অনুগল্প, বঙ্গবন্ধুর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ও তার জবাব, বিএনপি ও সাম্প্রদায়িক রাজনীতি, বঙ্গবন্ধুর জীবনই বাঙাল জাতির রাষ্ট্রবিজ্ঞান, মুক্তিযুদ্ধ: দেরাদুনের স্মৃতি, Emaergnce of Bangladesh and Bengali Nationalism উল্লেখযোগ্য ।

ভূঁইয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাগত সংগঠনে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

সাংবাদিকতার বাইরেও ভূঁইয়ার পদচারণা সুবিস্তৃত। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে সক্রিয় ছাত্র রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শরীক হন। তিনি ভারতের দেরাদুনে টান্ডুয়া মিলিটারি একাডেমি থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর বাংলাদেশ লিবারেশন ফোর্স বা মুজিব বাহিনীর সাব-ডিভিশনাল কমান্ডারের দায়িত্ব পালন করেন।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
ভিসানীতি-নিষেধাজ্ঞা পরোয়া করে না আওয়ামী লীগ: কাদের
বোমা বিস্ফোরণে সোমালিয়ার সেনাসহ নিহত ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচন
লেখক সম্মাননা দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
ফরিদপুরে মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার
পঞ্চগড় জেলা বাপার সভাপতি খায়ের, সম্পাদক জুয়েল
কিশোরগঞ্জে আব্দুর রশিদ ল’ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft