শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
বেশ আছি
আরিবা আজরীন স্বর্ণ
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১৬ PM আপডেট: ০৯.০৯.২০২৩ ৩:২০ PM
আমি বেশ দিব্যি আছি,
মনগড়া সব গল্প বুনছি
গল্প ছেড়ে স্বপ্নে ফিরছি
স্বপ্ন ভেঙে বাস্তবে ফিরছি 
আমি বেশ দিব্যি আছি;
হালকা হাওয়ায় গা ভাসাচ্ছি
পেঁজা মেঘের শুভ্র রঙে
ছোট নতুন ঘর বাঁধছি
ঘাসফুলেদের নিত্যকথায়
হেসে খেলে দুলে বেড়াচ্ছি
আমি বেশ দিব্যি আছি;
চলছে জীবন
গাড়ির চাকা
না হোক সে দ্রুতগামী
জ্যামে পড়ে গতি থেমে
একটু স্বস্তি খুঁজে নিচ্ছি
আমি বেশ দিব্যি আছি;
জীবন নামের রঙ্গমঞ্চে
অভিনয়ে পাকা হয়ে
অ্যাওয়ার্ড পাওয়ার ইচ্ছা নিয়ে
আমি বেশ দিব্যিই আছি।

আজকালের খবর/আরইউ