প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৭ PM
রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় একটি আবাসিক হোটেলে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হাবিব রহমান। তিনি বলেন, রাত সোয়া নয়টার দিকে একটি আবাসিক হোটেলে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে গিয়ে ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি হাবিব রহমান।
আজকালের খবর/বিএস