খুলনার তেরখাদায় গণসংযোগ করেছেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা, খুলনা-৪ (রূপসা তেরখাদা-দিঘলিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মো. রেজভী আলম রিজভী।
সম্প্রতি তিনি বারাসাত ইউনিয়নের কালিনগর, হাড়িখালী, আবুল বাজার, বরইতলা বাজার এবং তেরখাদা ইউনিয়নের রামমাঝি ও পারোখালি গ্রামের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরছেন।
স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বারাসাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আজগর, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন মিলন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল সরদার, সাধারণ সম্পাদক বজলুর রহমান, যুবলীগ নেতা রেজা, দিঘলিয়ার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাজা শেখ, ইউনিয়ন পরিষদ সদস্য আরিফ মল্লিক, ইউপি সদস্য কামরুল ইসলাম, ইউপি সদস্য মিলন, মো. রিপন শেখ, মুরাদ মোল্লা, আকবার সরদার, তাকিদ মোল্লা, মফিজ শিকদার, আব্বাস শেখ, যুবলীগ নেতা রুবেল শেখ, কাজল, জুয়েল, সুমন, সাত্তার, মাহাবুরসহ আরো অনেকে।
গণসংযোগকালে রিজভী আলম তার বিভিন্ন বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার গঠনে সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
রেজভী আলম এলাকার সকল মানুষের কাছে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি নিজের জন্যও দোয়া চান তিনি। গণসংযোগের সময় এলাকার বেশকিছু ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেন তিনি।
আজকালের খবর/আরইউ