রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪
বৈদ্যুতিক পিলার থেকে যুবকের মরদেহ উদ্ধার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১১ PM
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় বৈদ্যুতিক পিলার থেকে এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। উদ্ধরকৃত ঝুলন্ত মরদেহ গোকুল চন্দ্র কর্মকার নামের এক যুবকের বলে জানিয়েছেন কালীগঞ্জ থানা পুলিশ। গোকুল কর্মকার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় জীবন চন্দ্র কর্মকারের ছেলে। 

আজ রবিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশের একটি বৈদ্যুতিক পিলার থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে পাম্পের পাশের মাঠে বৈদ্যুতিক পিলারের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ওই যুবক মানসিক প্রতিবন্ধী। পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না। বিভিন্ন আশ্রমে থাকতো। প্রাতমিক ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকালের খবর/ওআর