প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৬ PM
ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে তাপসী নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বগিরচর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু তাপসী ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরটিটিয়া এলাকার মো. রাসেলের মেয়ে।
জানা যায়, এক মাসে আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসেন শিশু তাপসী। আজ সকালে নানাবাড়ির উঠানে খেলছিল সে। হঠাৎ করে বসতঘরের পাশের পুকুরে পড়ে যায় তাপসী। বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠে একই বাড়ির আরেক শিশু মারিয়া। তার চিৎকার শুনে স্বজনরা এসে শিশু তাপসীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
আজকালের খবর/ওআর