প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ১১:২২ AM
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ আগস্ট) ছয়টা থেকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৩৪ হাজার ১৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১২১.৭ গ্রাম ৬৫ পুরিয়া হেরোইন ও ১১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আজকালের খবর/বিএস