বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সেচপাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৬:১৫ PM
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনাইদ আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়হিত ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের পল্লী চিকিৎসক মাওলানা ফজলুল হক আনোয়ারীর ছেলে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই ফরহাদ সরকার পরাণ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে জুনাইদ আহমেদ বাড়ির পাশে সেচপাম্পে বিদ্যুতের লাইনে সংযোগ দিতে যান। পুরনো জরাজীর্ণ সেচপাম্পের সংযোগ চালু করার সময় বিদ্যুতের তারে লিকেজ সারাতে স্কচটেপ পেঁচাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। জুনাইদ একজন ইসলামিক স্কলার ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি। 

আজকালের খবর/ওআর