প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৮:০৯ PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কানাডার ক্যুইবেক শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কানাডার মন্ট্রিয়ল নগরির রেস্টরেন্ট সানতা লুসিয়াতে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশির’র সভাপতিত্বে ও শাহ মোহাম্মদ ফায়েক’র সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন- সাজ্জাদ হোসেন চৌধুরী সুইট, মতিন মিয়া, এমএ কাশেম, সাজেদা হোসেন, আলহাজ্ব মাসুদুর রহমান, অ্যাডভোকেট উইলিয়াম স্লোন, সাংবাদিক মহিবুল আহসান, সৈয়দ মেহেদী রাসেল, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী অনু ও অ্যাডভোকেট রতন মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার খুনিদের দণ্ড কার্যকর হলেও এখনও বঙ্গবন্ধুর হত্যার পাঁচ খুনি বিদেশে পলাতক রয়েছে। কানাডার মত সভ্য ও আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে পালিয়ে আছে বঙ্গবন্ধু হত্যার অন্যতম দণ্ডিত খুনি নূর চৌধুরী মুক্ত পরিবেশে বাস করছে। নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জোর দাবি জানিয়ে তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সকলকে ঐক্যবদ্ধ হয়ে খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর আন্দোলন অব্যাহত রাখতে হবে।
পরে ১৫ আগস্ট এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয।
আজকালের খবর/ওআর