সোমবার ১৪ অক্টোবর ২০২৪
দৌলতপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ওসির মতবিনিময়
আব্দুল আলীম সাচ্চু, দৌলতপুর
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৬:৩৬ PM
কুষ্টিয়ার দৌলতপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ওসির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দৌলতপুরের ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন দৌলতপুর প্রেস ক্লাব ও দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির সাংবাদিকদের সঙ্গে মতবিনময়ে অংশ নেন।

এ সময় দৌলতপুর প্রেস ক্লাবের সদস্যদের পক্ষে প্রতিনিধিত্ব করেন দৌলতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম এবং দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির পক্ষে প্রতিনিধিত্ব করেন ডিপিসির সভাপতি আব্দুল আলীম সাচ্চু।

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকবৃন্দ দৌলতপুর থানাকে দালালমুক্ত করাসহ মাদক নিয়ন্ত্রণ ও দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ এবং স্বাভাবিক রাখার জন্য পরামর্শ দেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে একমত পোষণ করে সকলের সহযোগিতা কামনা করেন।

আজকালের খবর/ওআর