রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
ভিসির দুর্নীতির পক্ষে সাফাই নিয়ে সংবাদ প্রকাশের জের
কুবিতে সাংবাদিক বহিষ্কারের ঘটনায় ইরাব’র প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৭:৫০ PM আপডেট: ০৩.০৮.২০২৩ ৭:৫৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের দুর্নীতির পক্ষে বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একটি জাতীয় দৈনিকের কুবি প্রতিনিধি রুদ্র ইকবালকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব’। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান এই প্রতিবাদ জানান। 

নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নইলে দুর্নীতির পক্ষ নেওয়া উপাচার্যের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের লিখিত অভিযোগ করা হবে। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সাংবাদিকতার টুটি চেপে ধরার অপচেষ্টা মেনে নেওয়ার মতো নয়। 

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেছেন, দুর্নীতি-করাপশন উন্নয়ন বাঁধাগ্রস্থ করে, বিষয়টি সত্য নয়। উপাচার্যের এমন বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে রুদ্র ইকবালকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুর্নীতির পক্ষে সাফাই গাওয়া এমন উপাচার্যের ব্যাপারে অনুসন্ধানী সাংবাদিকতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এ ব্যাপারে শিক্ষা সাংবাদিকরা সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন ইরাব নেতারা।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ও পুনর্বহাল ফি কমলো
সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের মায়ের মৃত্যুতে বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলরের শোকবার্তা
বারি’তে সাইন্স কমিউনিকেশন ট্রেনিং
বিএনপির আল্টিমেটাম: খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে
আউলিয়া ঘাট ট্র্যাজেডি: নকশাতেই আটকে আছে সেতু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft