রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
সম্মাননা পেলেন সাংবাদিক রফিকুল ইসলাম রতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৬:০২ PM
দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এর আগে ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সহকারী প্রধান শিক্ষক ও আহ্বায়ক এবং বিভিন্ন ক্লাব মেম্বারদের ক্রেস্ট ও নেইম প্লেট বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক ভূষিত হওয়া নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ শাহিনুর মিয়ার কাছ থেকে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ  বিশিষ্ট শিক্ষাবিদ মো. শাহিনুর মিয়া।

সম্মাননা প্রদান ও ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রোটারিয়ান মো. মতিউল হক, আমিরজান ফাউন্ডেশনের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টির সভাপতি মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) দ্বীপ্তি চক্রবর্তি, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) খালেদা পারভীন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদিবা মাশহুবা, প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তামিম ও সাংবাদিক মনির হোসেন জীবন প্রমূখ।

অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষক, অভিভাবক ও কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও গণমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন। শেষে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর সপরিবারসহ সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
ফরিদপুরে গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকাবাইচ
বিএনপির আহ্বায়ক চাঁদের ৩ বছরের কারাদণ্ড
নেত্রকোনায় নদী রক্ষার দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে জেলা স্কাউট সমাবেশ উদ্বোধন
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বেলকুচি মেয়রের নির্বাচনী জনসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুলের মাজারে প্রনস নির্বাহী কমিটির শ্রদ্ধা
রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ তালিকায় বাংলাদেশের নাম
সিলেটে সাংবাদিকদের ‘ইলেকশন রিপোর্টিং’ প্রশিক্ষণ শুরু
বাংলাদেশসহ ৩১ দেশকে রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি
‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ফলে বিএনপিই বিপর্যয়ের মুখে পড়ছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft